স্ত্রীর গাড়িচালকের বাসা থেকে সাবেক ভূমিমন্ত্রীর ২৩ বস্তা নথি উদ্ধার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের কর্ণফুলীতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পত্তি ও ঋণসংক্রান্ত নথিপত্রের সন্ধানে স্ত্রীর ব্যক্তিগত গাড়িচালকের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় ২৩ বস্তা নথিপত্র উদ্ধার করা হয়। শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার শিকলবাহা ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে এ অভিযান চালানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার এবং শুক্রবার সাবেক মন্ত্রী জাবেদের স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুখমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারের (৫০) বাড়িতে দুই দফা অভিযান চালানো হয়।

তবে এ সময় কোনো নথিপত্র উদ্ধার করতে পারেনি দুদক।
এদিকে, জব্দ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনিবার দিবাগত রাতে ফের অভিযান চালায় দুদক। প্রায় দুই ঘণ্টার অভিযানে ২৩ বস্তা বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। অভিযানে দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমানসহ দুদকের একটি টিম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম এবং কর্ণফুলী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দুদকের ঢাকা প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান বলেন, আমরা সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ঋণ সংক্রান্ত ও বিদেশে থাকা সম্পদ নিয়ে অনুসন্ধানকালে এ বিষয়ে সংশ্লিষ্ট মো. আব্দুল আজিজ ও উৎপল পালকে গ্রেপ্তার করে রিমান্ডে নেই। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে আমরা ২৩ বস্তা নথিপত্র জব্দ করেছি। এগুলো আমাদের কার্যালয়ে নিয়ে প্রতিটি নথি যাচাই-বাছাই করা হবে।
এরপর এ বিষয়ে আমরা বিস্তারিত বলতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *