রউফের দিকে কেন তেড়ে গিয়েছিলেন অভিষেক

অনলাইন ডেস্ক

ব্যাট-বলের লড়াইটা শেষ পর্যন্ত একপেশে হলেও মাঠের আবহ একেবারেই অন্য রকম। চোখে চোখ রেখে লড়াই, শরীরী ভাষায় একে অপরকে চ্যালেঞ্জ— গত রাতের ভারত-পাকিস্তান ম্যাচে এমন মুহূর্তের অভাব ছিল না।
সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ভারতের ইনিংসের পঞ্চম ওভার। পাকিস্তান পেসার হারিস রউফ আর ভারতীয় ওপেনার অভিষেক শর্মার মধ্যে রীতিমতো বাগবিতণ্ডা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এগিয়ে আসতে হয় বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলকে।
এর আগে ম্যাচ শুরুর পর থেকেই মাঠে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছিল। পাকিস্তানের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের প্রথম ওভারেই শুবমান গিল ও শাহিন আফ্রিদির মধ্যে কিছুটা ঝাঁজালো মুহূর্ত তৈরি হয়। যদিও তা তর্কে গড়ায়নি।

তবে পঞ্চম ওভারে এসে ঝামেলা চরমে ওঠে।
শেষ বলে গিল চার হাঁকানোর পর কিছু একটা বলেন। রউফও ফিরতে ফিরতে কথা ছুড়ে দেন। তখন পাশে থাকা অভিষেক শর্মা ক্ষিপ্ত হয়ে রউফকে কিছু বলেন।

রউফও দাঁড়িয়ে পড়েন, চোখ রাঙান, আঙুল তোলেন। মুহূর্তেই মুখোমুখি দুজন। পাশে দাঁড়ানো গিলও এগিয়ে আসেন। পরিস্থিতি এমন হয়ে ওঠে যে, মনে হচ্ছিল যেকোনো সময় হাতাহাতিতে জড়িয়ে পড়বেন দুই ক্রিকেটার।
তবে দ্রুত হস্তক্ষেপ করেন আম্পায়ার গাজী সোহেল।

দুজনকে আলাদা করে পরিস্থিতি সামাল দেন তিনি। তবু ক্ষুব্ধ অবস্থায়ই দেখা গেছে অভিষেক ও রউফকে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ প্রসঙ্গে অভিষেক বলেন, ‘আজ ব্যাপারটা খুবই সহজ ছিল। কোনো কারণ ছাড়াই তারা আমাদের ওপর এসে পড়ছিল। বিষয়টি আমার একদম ভালো লাগেনি। আর জবাব দেওয়ার এটাই ছিল তখন একমাত্র উপায়।’

৩৯ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে ৬ উইকেটে জেতানো এই ওপেনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই মনোভাব প্রকাশ করেন। ম্যাচের চারটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘তোমরা কথা বলো, আমরা জিতি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *