কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক ছয় লেন করার দাবি

অনলাইন ডেস্ক

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক ছয় লেন এবং মহাসড়কটি সংস্কারের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়ছারের এই স্মারকলিপিটি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ১৩টি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ছয় লেনের কাজ দ্রুত শুরু করা, কাজ শুরু করতে দেরি হলে দ্রুত সড়কের দুই পাশে ছয় ফুট করে সম্প্রসারণ করা; সড়কে চলাচলকারী সব চালকের ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা, লাইসেন্সবিহীন কেউ গাড়ি চালানো বন্ধে ব্যবস্থা নেওয়া; ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া; সড়কে হাইওয়ে পুলিশ মোতায়েন করা এবং প্রতিদিন বিভিন্ন স্টেশনে চালকদের লাইসেন্স চেক করা; লাইসেন্সবিহীন চালক ধরা পড়লে আইনি ব্যবস্থা নেওয়া; কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের বড় স্টেশন বা বাজারগুলোতে নিয়মিত ট্রাফিক পুলিশিংয়ের ব্যবস্থা করা; গাড়ির গতিসীমা নির্ধারণ করা, সড়কের নিকটবর্তী বাজার, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে স্পিড ব্রেকার নির্মাণ; সড়কের দুই পাশের একেবারে নিকটবর্তী ফুটপাত দখল করা সh অবৈধ স্থাপনা উচ্ছেদ করা।

এ ছাড়া সব স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণ; কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত অবৈধ জিপি উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা; অটোরিকশা চালকদের নির্দিষ্ট নিয়মে চালাতে বাধ্য করা, প্রয়োজনে তাদেরকে নিবন্ধন ও প্রশিক্ষণের ব্যবস্থা এবং অনভিজ্ঞ চালকদের যানবাহন চালাতে না দেওয়া; ব্যস্ততম স্টেশনে ফুট ওভারব্রিজ নির্মাণ করা, সড়কের দুই পাশ ও সড়ক বিভাজকে গাছ রোপণ করা, ১০০ মিটার পরপর বিভিন্ন সচেতনতামূলক বাণী ও নির্দেশনা সংবলিত সাইনবোর্ড বসানো এবং কুমিল্লা-ব্রাহ্মণবাড়ীয়া সড়কে লোকাল বাস চালু করা।

ছয় লেন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাড. তাজুল ইসলাম বলেন, ‘বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অবর্ণনীয় দুঃখ-দুর্দশার মধ্য দিয়ে যাতায়াত করছে। বর্তমানে মহাসড়কটি মারণফাঁদে পরিণত হয়েছে। গত দুই বছরে প্রায় এই মহাসড়কে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।

আহত হয়েছে দুই হাজারেরও বেশি। আমরা চাই দ্রুত মহাসড়কটি সংস্কারের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়ছার বলেন, ‘কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের ছয় লেন প্রকল্পের জমি অধিগ্রহণের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তবে হঠাৎ করে অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় বাস্তবায়ন শুরু করা যায়নি।

আমরা বিকল্প অর্থায়নের খুঁজে রয়েছি। নতুন বিনিযোগকারী পেলে দ্রুত বাস্তবায়ন শুরু করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *