অনলাইন ডেস্ক
খুলনায় মনোয়ারা বেগম (সুপ্তি) নামের এক দিনমজুর নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কেডিএ নির্মিত ময়ুরী আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের বাথরুম থেকে তার পচা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সময় মাদক ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউসুফকে ধরতে ময়ুরী আবাসিক এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় ইউসুফের বাড়ির পাশের একটি নির্মাণাধীন বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে সন্দেহ হয়। পরে তল্লাশিতে বাথরুম থেকে মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন ইউসুফ, হুমায়ুন কবির, জয়হীরা ও শিল্পী।
গ্রেপ্তারের পর আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
নিহত মনোয়ারা বেগম খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা। জীবিকার প্রয়োজনে বর্তমানে তিনি মোস্তফার মোড়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান বলেন, বিশেষ অভিযানের সময় ইউসুফকে গ্রেপ্তারের চেষ্টা চলাকালে ওই নারীর মরদেহ উদ্ধার হয়। পরে চারজনকে গ্রেপ্তার করলে তারা হত্যার কথা স্বীকার করে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মনোয়ারা বেগমের কাছে থাকা কিছু টাকা হাতিয়ে নেওয়া, অথবা ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে হত্যা করা হতে পারে।
মৃত নারীর ছেলে শাহ জামাল সর্দার সজল বাদী হয়ে হরিণটানা থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ বলছে, বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ ও পটভূমি জানা যাবে।














Leave a Reply