অনলাইন ডেস্ক
চট্টগ্রাম উত্তর বন বিভাগ নারায়ণহাট রেঞ্জের আওতাধীন দাঁতমারা বনবিট এলাকায় অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা করেছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দাঁতমারা বিটের জামবাগান নামক স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নারায়ণহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক খান মোহাম্মদ আবরারুর রহমান। এ সময় ডেপুটি রেঞ্জার আনিছুর রহমান এবং দাঁতমারা, নারায়ণহাট ও হেঁয়াকো বিট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উদ্ধার করা জায়গায় গাছের চারা রোপণ করা হয়।
নারায়ণহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক (রেঞ্জ প্রশিক্ষণার্থী) খান মোহাম্মদ আবরারুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, সহকারী বন সংরক্ষক হারুন রশিদের নির্দেশে দাঁতমারা বিট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বসতি উচ্ছেদ করে এক একর জায়গা উদ্ধার করা হয়েছে।














Leave a Reply