আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

অনলাইন ডেস্ক

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
নতুন দাম বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। ফলে আজ শুক্রবারও (২৬ সেপ্টেম্বর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের দামে এই সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের আজকের বাজারদর—

  • ২২ ক্যারেট : ভরিপ্রতি ১,৯৪,৮৫৯ টাকা
  • ২১ ক্যারেট : ভরিপ্রতি ১,৮৬,০০৬ টাকা
  • ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১,৫৯,৪২৪ টাকা
  • সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১,৩২,৩৫১ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।
তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *