অবসরের ঘোষণা দিলেন মাঝমাঠের ‘যাদুকর’ বুস্কেটস

অনলাইন ডেস্ক

সার্জিও বুস্কেটস নামটা শুনলেই ফুটবল ভক্তদের সামনে ভেসে ওঠে নিরলস ছুটে চলা বুদ্ধিদীপ্ত এক ফুটবলারের চেহারা। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে নিজ দলের আক্রমণ গড়ে তোলা, ডিফেন্স ভাঙা পাসে খেলার গতি বদলে দেওয়া—সব মিলিয়ে আধুনিক ফুটবলের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে উঠেছিলেন তিনি। দলের প্রাণ হয়ে ওঠা সেই ফুটবলারের পথচলাই শেষ হচ্ছে এবার। মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানাচ্ছেন এই স্প্যানিশ কিংবদন্তি।

বার্সেলোনার হয়ে প্রায় দুই দশকের উজ্জ্বল ক্যারিয়ার, স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয়—সব মিলিয়ে ফুটবলের ইতিহাসে নিজের নাম অমর করে গেছেন বুস্কেটস। ৩৭ বছর বয়সী মিডফিল্ডার বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছেন অবসরের।

ভিডিও বার্তায় বুস্কেটস বলেন, ‘আমার মনে হয়েছে, এখনই সময় বিদায় বলার। স্বপ্নের মতো এই যাত্রা উপভোগ করেছি প্রায় ২০ বছর

অসাধারণ সব অভিজ্ঞতা আর সঙ্গী উপহার দিয়েছে ফুটবল। খুশি, গর্ব আর কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি।’
তবে তার মূল পরিচয় বার্সেলোনার বুস্কেটস। ২০০৫ সালে যুব দলে যাত্রা শুরু করে পরের ১৮ বছর কাটিয়েছেন কাতালান ক্লাবটির জার্সিতেই।

সাতশর বেশি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে। ক্লাবের সোনালি যুগের অন্যতম স্তম্ভ হয়ে জিতেছেন ৯টি লা লিগা, ৭টি করে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ, ৩টি করে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ।
স্পেনের সোনালি প্রজন্মেরও অপরিহার্য অংশ ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪৩ ম্যাচ। জিতেছেন টানা তিন বড় শিরোপা—২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো।

বিদায়ের মুহূর্তে তাই আবেগে ভেসে উঠল দুই জায়গার প্রতিই কৃতজ্ঞতা।
বুস্কেটস বলেন, ‘বার্সেলোনাকে ধন্যবাদ—দ্য ক্লাব অব মাই লাইফ! যেখানে স্বপ্নপূরণের গল্প লিখেছি। আর স্পেন জাতীয় দলকে ধন্যবাদ, দেশের হয়ে খেলতে পারা ছিল সবচেয়ে বড় সম্মান।’

২০২৩ সালে বার্সেলোনা ছাড়ার পর ইন্টার মায়ামিতে যোগ দেন তিনি। পুরোনো সতীর্থ লিওনেল মেসির সঙ্গেই আবার মিলে যান সেখানে। এই ক্লাবের হয়েই জিতেছেন লিগস কাপ ও সাপোর্টার্স শিল্ড। মেজর লিগ সকারে এবারও প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। মৌসুমের শেষ ম্যাচগুলোয় মাঠে নামবেন বুস্কেটস—শেষবারের মতো শিরোপার খোঁজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *