বুসকেটসের অবসরে রামোসের আবেগঘন বার্তা : ‘ফুটবল হারাচ্ছে এক উজ্জ্বল মিডফিল্ডারকে’

অনলাইন ডেস্ক

সাবেক স্পেন অধিনায়ক সার্জিও রামোস তার দীর্ঘদিনের সতীর্থ ও প্রতিদ্বন্দ্বী সার্জিও বুসকেটসকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি তাকে ‘সবচেয়ে উজ্জ্বল মিডফিল্ডারদের একজন’ হিসেবে অভিহিত করেছেন।

বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার ঘোষণা দিয়েছেন যে ২০২৫ মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম শেষে তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানাবেন।

বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা বুসকেটস এক ভিডিও বার্তায় জানিয়েছেন, দুই দশকের ক্যারিয়ারে ফুটবল তাকে যে স্বপ্ন, অভিজ্ঞতা ও বন্ধুত্ব উপহার দিয়েছে, সেটিই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

রামোস সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে লিখেছেন, ‘বুসি, তুমি দেখিয়েছ কীভাবে অসাধারণ হয়েও একজন সাধারণ মানুষ থাকা যায়। অধিকাংশ সময় আমরা প্রতিদ্বন্দ্বী, কখনও সতীর্থ—কিন্তু তুমি সবসময়ই তোমার ক্লাস, ভিশন, মানসম্পন্ন খেলা আর বিনয়ী স্বভাব দিয়ে আলাদা হয়েছ। ফুটবল হারাচ্ছে সবচেয়ে উজ্জ্বল মিডফিল্ডারদের একজনকে।’
তিনি আরো যোগ করেন, ‘ধন্যবাদ, তুমি একজন দারুণ খেলোয়াড়, সতীর্থ ও বন্ধু ছিলে।
তোমার নতুন যাত্রার জন্য শুভকামনা।’
রামোস ও বুসকেটস স্পেন জাতীয় দলে একসঙ্গে খেললেও ক্লাব পর্যায়ে ছিলেন তীব্র প্রতিদ্বন্দ্বী। একজন খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে, অন্যজন খেলেছেন বার্সেলোনার হয়ে।

প্রায় ২০ বছর বার্সেলোনায় কাটানো বুসকেটস ক্লাবটির জার্সিতে খেলেছেন ৭০০-রও বেশি ম্যাচ।
লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রেসহ একাধিক শিরোপা জিতেছেন তিনি।
বার্সেলোনাও তাকে শ্রদ্ধা জানিয়ে এক্সে লিখেছে,
‘তোমার জীবনের ক্লাব। আমাদের ক্লাবের একজন কিংবদন্তি। ধন্যবাদ সব ফুটবলের জন্য, সার্জিও!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *