দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনের আহ্বান ডাকসু ভিপির

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েম বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনকে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করছি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যান ভিপি আবু সাদিক কায়েম। এ সময় সেখানে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, সারাদেশের শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সজাগ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

তার সঙ্গে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র।

পরিদর্শন শেষে জগন্নাথ হল পূজা কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল, হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) দ্বীপজয় সরকার দীপ্ত এবং সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সঞ্চালনা করেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *