নামাজের জন্য অজু ছাড়া আজান দেয়ার হুকুম

অনলাইন ডেস্ক

প্রশ্ন

আমাদের মসজিদের মুআজজিন সাহেব মাঝেমধ্যে আজান দেওয়ার পর অজু করতে যান। আমরা তাঁকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, হাঁ, আমি অজু ছাড়াই আজান দিয়েছি। তবে আজান অজু ছাড়া দিলেও আদায় হয়ে যায়। এখন মুহতারামের কাছে জানার বিষয় হল, মুআজজিন সাহেবের উক্ত উত্তরটি কি সঠিক?

-সিরাজুল ইসলাম, সিলেট।
উত্তর

অজু ছাড়া আজান দিলেও আজান সহীহ হয়ে যায়। হযরত ইবরাহীম নাখায়ী রাহ. বলেন-

لَا بَأْسَ بِأَنْ يُؤَذِّنَ المُؤَذِّن، وَهُوَ عَلَى غَيْرِ وُضُوءٍ.

মুআজজিন যদি অজু ছাড়া আজান দেয় এতে অসুবিধা নেই। (কিতাবুল আছার, বর্ণনা ৫৮)

তবে অজু অবস্থায় আজান দেওয়া সুন্নত। তাই অজুসহ আজান দেওয়ার প্রতি যত্নবান হওয়া উচিত।
হযরত আতা রাহ. থেকে বর্ণিত, তিনি বলেন-
حَقّ، وَسُنّةٌ مَسْنُونَةٌ، أَنْ لَا يُؤَذِّنَ مُؤَذِّنٌ إِلّا مُتَوَضِّئًا.

আজানের সুন্নত তরীকা হল মুআজজিন অজু অবস্থায়ই আজান দেবে। (মুসান্নাফে আব্দুর রায্যাক, বর্ণনা ১৭৯৯)

-কিতাবুল আছল ১/১১০; বাদায়েউস সানায়ে ১/৩৭৪; তাবয়ীনুল হাকায়েক ১/২৪৯; খুলাসাতুল ফাতাওয়া ১/৪৮; আলবাহরুর রায়েক ১/২৬৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৪

উৎস : আলকাউসার, জানুয়ারি ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *