নারায়ণগঞ্জে গণপিটুনিতে সাবেক মেম্বারের মৃত্যু

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ আড়াইহাজারে গণপিটুনিতে সাবেক ইউনিয়ন মেম্বার সোহেল আহমেদ (৩২) নিহত হয়েছেন। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে এই ঘটনা ঘটে।

মৃত ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও বালিয়াপাড়া গ্রামের মকবুলের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২-১৩টি মামলা ছিল।
স্থানীয়রা জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সোহেল ইউনিয়ন চেয়ারম্যানের ছত্রছায়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি গা ঢাকা দেন। তবে সম্প্রতি তিনি এলাকায় ফিরে এসে আবারও চাঁদাবাজি শুরু করেন।

এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, বিগত দিনে ইউপ সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর ওপর অনেক অত্যাচার নির্যাতন করেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিল।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্দ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। ঘটনার সময় এলাকায় হাজার হাজার লোক রাস্তায় নেমে এসে গণপিটুনি দেয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *