সাকিবকে নিয়ে শহীদ সৈকতের বোন সেবন্তী যা লিখলেন

অনলাইন ডেস্ক

ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান আবারও আলোচনায়। দীর্ঘদিন পরও বোধোদয় হওয়ার বদলে গণ-অভ্যুত্থানে পতন ঘটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সাকিবের সমর্থনে ক্ষুব্ধ গোটা দেশ। বিশেষ করে গণ-অভ্যুত্থানে শহীদদের স্বজন ও আহতরা ভীষণভাবে মর্মাহত হয়েছেন।

মর্মাহত হয়ে ফেসবুকে আক্ষেপ প্রকাশ করেছেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী।

এক ফেসবুক পোস্টে সাকিবকে নিয়ে সেবন্তী লিখেছেন, ‘আমার ভাই সৈকত ক্রিকেট খেলতে অনেক ভালোবাসত! ছোট থেকেই তার ইচ্ছা ছিল বড় হয়ে ক্রিকেটার হবে! কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের মা-বাবার কাছে আসলে এই চাওয়াগুলো বেশি বেশি, তাই আর আমার ভাইয়ের ক্রিকেটার হওয়া হলো না! এই ক্রিকেট খেলা নিয়ে কত যে মাইর-বকা খাইসে বাসায়! একবার রেজাল্ট খারাপ করছিল বলে ওর ক্রিকেট ব্যাট ও উঠায়ে রাখা হইছিল!’

ক্রিকেট মানেই শিশু-কিশোরদের কাছে ছিলেন সাকিব—এমনটাই জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে, ছোট ছোট ছেলে-মেয়ের কাছে, বাচ্চাদের কাছে, ক্রিকেট মানেই সাকিব! আমাদের সাকিব-আল-হাসান! আমার ভাই সাকিব বলতে অজ্ঞান ছিল! আমার বিশ্বাস, যতগুলো বাচ্চা মারা গিয়েছিল আন্দোলনে, সবারই তাই! যেই বাচ্চাগুলো এখন আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছে, তারাও তাই! সাকিব ফ্যান!’

সেবন্তী বলেন, “এই সাকিব, যেদিন শহীদ নাফিজ মারা গেল, রিকশায় তার মৃতদেহের কপালে বাংলাদেশের পতাকা বাঁধা ছিল—আমরা সবাই তার পোস্টের আশায় আশায় ছিলাম যে এবার তো সাকিবের পক্ষ থেকে একটা প্রতিবাদমূলক পোস্ট পাবই! কিন্তু না, সে আমোদ-ফুর্তিতে পোস্ট করল, ‘আ ওয়েল স্পেন্ট ডে ইন টরন্টো’!”
এই পুরো জেনারেশনের মন সেদিন এই সাকিব ভেঙে দিয়েছিল!
নিজের শহীদ ভাইয়ের প্রতি ক্ষোভ প্রকাশ করে সেবন্তী বলেন, ‘তবু সুশীলরা আস্তে আস্তে তাকে মাফ করে দিচ্ছিল, যে কিই-বা করার ছিল, তার ক্যারিয়ার নষ্ট করবে নাকি সে? ব্যক্তি সাকিব আর খেলোয়াড় সাকিব আলাদা ইত্যাদি ইত্যাদি! কিন্তু এই সাকিবই আবার যখন একটা গণহত্যাকারী খুনির জন্মদিনে তাকে আপা সম্বোধন করে শুভেচ্ছা জানায় আমাদের সবার বোঝা হয়ে যায় কার অবদান কতখানি, কে কতখানি দালাল। আমার ভাইরে সামনে পাইলে এখন থাপড়াইতাম, দেখাইতাম যে দেখ, এই দালালের ফ্যান ছিলি তুই! তোর, তোদের মৃত্যুতে এই দালালের বাচ্চাদের কিচ্ছু হয়নাই, তারাও সমানভাবে দ্বায়ী!’

আমি চাই, এরা প্রত্যেকে যাতে সন্তান হারানোর কষ্ট উপলব্ধি করে! প্রত্যেকে! সব্বাই! Shakib Al Hasan—আপনাকে অনেক অনেক ঘেন্না! অনেক ঘেন্না! সামনে পাইলে একদলা থুথু মারতাম! আপনার মাঝে অতটুকু ট্যালেন্ট ছিল যে পা না চাটলেও সাক্সেসফুল হইতেন! বাট, ইউ চোজ টু লিক হার ফিট!
কিপ লিকিং ইট। বাই দিস, মেইবি ইউ ক্যান আর্ন আ ফিউ মোর ক্রোরস, বাট নট আওয়ার লাভ অ্যাগেইন!

এর আগে সেবন্তীর একটি মন্তব্য ভাইরাল হয়। যেটায় তিনি গালাগাল করে ফেসবুক পোস্টে কমেন্ট করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *