সিলেট বিমানবন্দর থেকে অভিনেত্রী নিপুণকে আটকের পর ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ

বিনোদন ডেক্স:
দেশ ছেড়ে লন্ডন যাওয়ার সময় সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে আলোচিত অভিনেত্রী ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারকে। শুক্রবার সকালে তাকে আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।’

ওসি আরও জানান, ‘জিজ্ঞাসাবাদ শেষে নিপুণের যাত্রা বাতিল করে ফিরিয়ে দেওয়া হয়। তিনি ঢাকায় ফিরে গেছেন।’

ইমিগ্রেশন পুলিশ জানায়, বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যরা চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলেন। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডন যাত্রা বাতিল করে।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নিপুণ আক্তার। দলটির নির্বাচনি প্রচারণাসহ বিভিন্ন অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেখ হাসিনার ফুফাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়েও নানা গুঞ্জন রয়েছে এই নায়িকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *