রাজধানীতে বাস থামিয়ে গুলি, আগুন দিল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস লক্ষ্য করে গুলি চালিয়েছে ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রো রেলের ২৬৬ নাম্বার পিলারের কাছে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল্লাহ আল মামুন বাসচালক, সহকারী ও যাত্রীদের বরাতে বলেন, বাসটি সেনপাড়া এলাকায় এলে কয়েকজন ব্যক্তি হাতের ইশারা দিয়ে বাসটিকে থামাতে বলেন।

বাসটি থামলে চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেন দুর্বৃত্তরা। এ সময় আতঙ্কে যাত্রীরাও বাস থেকে নেমে পড়েন। পরে বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং আগুন দেয়।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, সম্প্রতি এই বাস কম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এ কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *