রমনা পার্কের লেক থেকে মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর রমনা পার্কের লেক থেকে মো. ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) অচেতন অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওয়াসিমুল হক রাজধানীর মগবাজারের স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মো. নাজমুল হক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক এসআই মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রমনা পার্কের লেক থেকে ভাসমান অবস্থায় ওয়াসিমুল হককে উদ্ধার করা হয়। পরে বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃতের মামাতো ভাই হেলাল খান বলেন, তার ফুফাতো ভাই ওয়াসিমুল দীর্ঘ ১৫ বছর ধরেই মানসিক সমস্যা ছিল।
কখনো ভালো আবার কখনো খারাপ হয়ে যায়। কখনো নিজেকে ব্যালেন্স রাখতে পারে না।
পার্কে অবস্থারতরা জানান, কিছু সময় তাকে পার্কে বসে থাকতে দেখেন। তার কিছুক্ষণ পর ওপরে জুতা এবং তাকে রমনা পার্কের লেকের পানিতে ভাসতে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *