কমিটি দ্বন্দ্বে আজিজ সুপারমার্কেটের ফটকে তালা

অনলাইন ডেস্ক

রাজধানীর শাহবাগে অবস্থিত আজিজ সুপারমার্কেটে দোকান মালিক সমিতির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এর জেরে শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পরপরই সমিতির বর্তমান কমিটির নেতারা মার্কেটের সব ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা। তারা অনেকে দোকান বন্ধ করে চলে যান।

পরে খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ এসে এক ঘণ্টা অপেক্ষার পর ফটকগুলো খুলে দেয়। শাহবাগ থানা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন মিন্টু গণমাধ্যমকে বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পাই আজিজ মার্কেটে কমিটি গঠন নিয়ে ভাঙচুর হয়েছে। তবে সেখানে আমাদের দলের কোনো নেতাকর্মী জড়িত নয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ বলেন, আজিজ সুপারমার্কেটে দোকান মালিক সমিতির কমিটি গঠন নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল।
একটি পক্ষ কমিটি গঠন করতে চায়। আরেকটি পক্ষ নতুন কমিটি গঠন করার বিপক্ষে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এবং আজ দুপুরে একটি পক্ষ মার্কেটে ঢোকার কলাপসিবল গেটগুলো বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ মার্কেটে গিয়ে দুই পক্ষের সঙ্গে কথা বলে এবং মার্কেটের প্রবেশের ফটকগুলো খুলে দেয়।

এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *