পাকিস্তানে মিলল স্বর্ণের খনি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটক শহরে একটি স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির পাঞ্জাব প্রদেশের সাবেক খনি ও খনিজসম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ। তিনি দাবি করেছেন, অ্যাটকে ২৮ লাখ তোলা স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে, যার মূল্য প্রায় ৮০০ বিলিয়ন রুপি। ব্যাপক গবেষণার মাধ্যমে স্বর্ণের খনির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রায় ৩২ কিলোমিটার জুড়ে ওই স্বর্ণের খনি বিস্তৃত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্থানের গণমাধ্যম জিও নিউজ।

পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সাবেক এই সদস্য জানিয়েছেন, পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ দ্বারা স্বর্ণের খনির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই আবিষ্কার পাঞ্জাবের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে। এটি পাকিস্তানের খনিজসম্পদ ব্যবহারের এক ঐতিহাসিক মাইলফলক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে। ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ১২৭টি স্থানে নমুনা পরীক্ষা করেছে।
এদিকে, বর্তমান প্রাদেশিক খনি ও খনিজসম্পদ মন্ত্রী সরদার শের আলি গোরচানি দৈনিক জং-কে জানান, স্বর্ণের মজুদ নিশ্চিত করতে সরকার গবেষণার ওপর জোর দিয়েছে।

স্বর্ণের খনি থেকে চুরি রোধে সরকার ধারা ১৪৪ আরোপ করেছে জানিয়ে তিনি বলেন, অ্যাটকে আবিষ্কৃত স্বর্ণ খনি আন্তর্জাতিকভাবে নিলামে তোলা হবে। এই নিলাম সম্পর্কে তথ্য প্রচার করা হবে এবং একটি নিলাম কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন অ্যাটকের ডেপুটি কমিশনার।
নিলামের নিয়ম প্রণয়ন করা হয়েছে এবং এই নিয়ম পাঞ্জাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাবে বলেও জানান খনি ও খনিজসম্পদ মন্ত্রী সরদার শের আলি গোরচানি।

সূত্র : ঢাকা মেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *