নিজস্ব প্রতিবেদক:
এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। তারা চাইলেও এ দেশে আর রাজনীতি করবে পারবে না বলে মন্তব্য করেছেন গন অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর।
শুক্রবার দুপুরে রংপুর নগরীর সিটি পার্ক মার্কেটে গণ অধিকার পরিষদের জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, ২৪’র অভ্যুত্থানে সাধারণ মানুষের উপর যেভাবে গুলি করে রক্ত ঝড়িয়েছে আওয়ামী লীগ। সেই দৃষ্টিকোন থেকে এদেশের রাজনীতিতে নৈতিক ভিত্তি ও অধিকার দুটোই হারিয়েছে তারা। এসময় তিনি আরো বলেন, এক স্বৈরাচারের পতন হলেও একই পথে হাটছেন কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ফলে শংকায় আছেন সাধারণ মানুষ। এসময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













Leave a Reply