শাহবাগ থানায় ৩ ঘণ্টায় ৩ লাশ, পরিচয় মেলেনি কারো

অনলাইন ডেস্ক

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে এক রাতে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা, রাত ১০টা ও রাত ১২টার দিকে মরদেহগুলো উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
জাতীয় ঈদগাহ মাঠ এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনারের রাস্তার পাশের ফুটপাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে এক নারীর মৃতদেহও রয়েছে।

তবে এখন পর্যন্ত এ মরদেহগুলোর পরিচয় শনাক্ত করতে পারেনি।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত আমরা শাহবাগ থানার বিভিন্ন জায়গা থেকে ৩টি অজ্ঞাত মরদেহ উদ্ধার করি। উদ্ধারের পর তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
কিভাবে মিলল ৩ মরদেহের সন্ধান
‎রাত সাড়ে ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আইল্যান্ডের ওপর অচেতন অবস্থায় ৫৫ বছর বয়সী এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে তারা ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর কিছুক্ষণ পর রাত ১০টায় হাইকোর্ট জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে ৪০ বছর বয়সী এক পুরুষকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ।
তাকেও দ্রুত ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী আরেকজন পুরুষকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *