নিজস্ব প্রতিবেদক :
বাংলাদশের সংসদীয় আসন পঞ্চগড় -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমিরের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
আজ সোমবার(১৩ অক্টোবর) সারাদিন
পঞ্চগড় পৌরসভার ৪নং ওয়ার্ডে পথসভায় বক্তব্যে তিনি এ আসনে মনোনয়নের ভিড়ে তিনিও একজন প্রার্থী হিসেবে বিএনপির ৩১ দফা প্রচার করেন। তিনি দলের মধ্যে বিভক্তি দুর করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার দিক নির্দেশনায় আগামীতে ধানের শীষ প্রতীকে একজোট হয়ে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। গণসংযোগকালে “ঘরে ঘরে,জনে জনে” গিয়ে প্রত্যেকটি বাসায় ভোটারদের সাথে কথা বলেন। অনেক ভোটার তাদের একাকার সমস্যার কথা তুলে ধরেন।তিনি ভোটারদের সমস্যার সমাধানের আশ্বাস দেন।সংবাদ কর্মী ও দলীয় নেতা কর্মীদের সামনে।
পথসভায় সফরসঙ্গী ছিলেন,রাজনীতিক ও গবেষক ব্যারিস্টার নওফল জমির।
এ সময় তিনি জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি ও ক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তার প্রাণবন্ত বক্তব্যে উপস্থিত জনগণের মধ্যে উৎসাহ, আশাবাদ ও নতুন প্রত্যয়ের সঞ্চার হয়।
এসময় প্রায় দুইশতাধীক দলীয় নেতাকর্মী বিএনপির “ঘরে ঘরে,জনে জনে” পথসভায় উপস্থিত ছিলেন।













Leave a Reply