গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস

অনলাইন ডেস্ক :

মিশরে অনুষ্ঠেয় আজ সোমবারের গাজা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের আবদেল ফাত্তাহ আল-সিসির যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে গাজা যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দী বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে দেওয়ার জন্য ২০ জনেরও বেশি নেতা একত্রিত হবেন।

ইসরায়েল বা হামাস কেউই এই শীর্ষ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন না। আব্বাস হামাসের প্রতিদ্বন্দ্বী, যারা ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলের ওপর অতর্কিত হামলা চালিয়ে গাজা যুদ্ধের সূচনা করে। 

ম্যাক্রোঁ বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বদানকারী আব্বাস ‘এই শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন’। এটা খুবই ভালো লক্ষণ। এটি প্রমাণ করে যে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভূমিকা বৈধ স্বীকৃতি পাচ্ছে।

ফ্রান্স প্রেসিডেন্ট আরও বলেছেন, শাসনব্যবস্থার ক্ষেত্রে আমরা একটি বিশেষ ভূমিকা পালন করব তা হলো- ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাশে থেকে, যেন তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। এছাড়া, আমরা নিশ্চিত করব যেন তারা আগামী দিনের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যকর করে। -বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *