মারা গেছেন ‘মহাভারত’ অভিনেতা পঙ্কজ

অনলাইন ডেস্ক :

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। আজ ১৫ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে গেলেন ‘মহাভারত’, ‘বাদশা’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮। তার পুরনো বন্ধু ও সহকর্মী অমিত বহল ভারতীয় গণমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন।

এছাড়াও ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্ অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকেও শোক প্রকাশ করে জানানো হয়েছে তার মৃত্যুর কথা।

জানা গেছে, বুধবার, বিকেল সাড়ে ৪টায় মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। তবে ধীরে ধীরে সেরেও উঠেছিলেন।

কিন্তু মাসকয়েক আগে আবার তার অবস্থার অবনতি হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু আর শেষ রক্ষা হয়নি।

বি আর চোপড়ার ‘মহাভারত’ বিশেষ খ্যাতি এনে দিলেও অসংখ্য হিন্দি ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ধীর। কাজ করেছেন হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজেও। ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’, ‘বাদশা’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো বহু ছবিতে দেখা গেছে তাকে।

প্রায় ৫৫ বছরের অভিনয়জীবনে তিনি দুটি ছবি পরিচালনাও করেছিলেন। ২০২৪ সালেও ‘ধ্রুব তারা’ নামে এক ধারাবাহিকে অভিনয় করতেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *