দিনাজপুর বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

অনলাইন ডেস্ক :

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। যা ২০২৪ সালে ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ২৭ দশমিক ৭ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম।

প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম জানান, চলতি বছর এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৮ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১ লাখ ৫ হাজার ৮৯১ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬০ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী। গড় পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। পাশের হার জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে এবারও মেয়েরা এগিয়ে রয়েছে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ৭৭৪ জন ও ছাত্রী ৩ হাজার ৪৮৬ জন।

তিনি আরও জানান, দিনাজপুর বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসকৃত কলেজের সংখ্যা ১১টি ও শতভাগ অকৃতকার্য কলেজের সংখ্যা ৪৩টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *