পঞ্চগড়ে ৩ কলেজের পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়

পঞ্চগড় জেলায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩ টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। কলেজগুলো হলো- পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সহ তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ।


বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়,তার মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ মাএ ১ জন,আর আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে অংশ নেয় ৪ জন শিক্ষার্থী,তার মধ্যে ২ জন অনুপস্থিত ছিল। দিনাজপুর বোর্ডের মধ্যে পঞ্চগড় জেলার পাশের হার এইবার সর্বনিম্ন । পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত খায়রুল আনাম বলেন, জেলায় ৩টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। তাদের কোনো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *