বিশ্বকাপ ভাবনায় যে ক্রিকেটারকে জাতীয় দলে ডাকল বিসিবি 

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ব্যাটিং ভরাডুবিতে বারবার ব্যর্থতার কঙ্কাল যেন বেরিয়ে আসছে।

আফগানদের বিপক্ষে ধবলধোলাইয়ের দগদগে ক্ষত না শুকাতেই এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের দল।

যেখানে প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মূলত আগামী ২০২৭ বিশ্বকাপের কথা চিন্তা করেই দলে রাখা হয়েছে এমনটি জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ ছাড়া অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট বাড়তি অপশন হাতে পাবেন বলেও বিশ্বাস তার।

এক ভিডিও বার্তায় লিপু বলেছেন, ‘দলের মিডল অর্ডার যথেষ্ট ভুগছে। বলতে পারেন প্রায় সবাই রানখরায় ভুগেছে। সেই জায়গায় আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে এনেছি। ২০২৭ বিশ্বকাপটা আমরা ওয়ানডে ফরম্যাটে খেলব। ওই জায়গায় শক্তি বৃদ্ধি করতে যারা সম্ভাব্য ক্রিকেটার থাকবেন তাদের মধ্যে অঙ্কন নামটা নিশ্চয়ই উজ্জ্বল। তাকে এনে আমরা গভীরতা বাড়িয়েছি। যেখানে টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের একটা চয়েজ থাকবে।’

এদিকে ওয়ানডে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হয়েছিল তাকে। সৌম্যকে দলে নেওয়ার ব্যাখ্যায় লিপু বলেন, ‘আমরা সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। ১০ বছর ধরে খেলছে এবং গত বছরের নভেম্বরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে। সেই দলের সঙ্গেই আমরা খেলছি। লিটন দাস যেহেতু নেই এজন্য অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা সৌম্য সরকারকে এনেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *