জাবিতে দুই দিনব্যাপী জেইউএসসি ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল শুরু

নিজস্ব প্রতিবেদক

সি দ্য সায়েন্স, বি দ্য চেঞ্জ’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী সপ্তম জাতীয় বিজ্ঞান মেলা ২০২৫। শুক্রবার সকাল সাড়ে ৯টা বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক শফি মোহাম্মদ তারেক বলেন, বিজ্ঞান একটা ফ্রুটলেস জব। সায়েন্স ক্লাব আগামী বিজ্ঞানী তৈরির যে চেষ্টা করছে তা প্রশংসনীয়।

বিশেষ অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সায়েন্স ক্লাবের ৭ম জেইউএসসি বিজ্ঞান উৎসবে অংশগ্রণকারী সকলকে শুভ কামনা জানান। বিজ্ঞান চর্চা ও আগামী বিজ্ঞানী তৈরিতে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করেন। এসময় তিনি জাবি সায়েন্স ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

অনুষ্ঠান চলাকালে পরিদর্শনে এসে জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, সৃষ্টিকর্তার দুটি জিনিস সবচেয়ে বড় উপহার হিসেবে দিয়েছেন। একটি জীবন এবং অপরটি প্রযুক্তি। যারা বিজ্ঞানচর্চা করে তাদের কার্যক্রম সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করে। বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করার মাধ্যমে আমাদের সেবা করেন। বিজ্ঞান চর্চা যারা করেন তারা স্রষ্টা কর্তৃক প্রদত্ত অতিরিক্ত দায়িত্ব পালন করে বলে মনে করে।

তিনি আরো বলেন, সায়েন্স ক্লাবের এই কার্যক্রম দেখে মনে হচ্ছে এটি একটি উপাসনা। এই ফেস্টিভ্যাল আয়োজনের সাথে যারা যুক্ত তাদের আমি ধন্যবাদ জানাই। আমি মনে করি এটা দায়িত্ব না, এটা তাদের উপাসনা। জাবি সায়েন্স ক্লাবের সাথে আছি এবং থাকব।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ফজলুল করিম পাটুয়ারি এবং সভাপতি সৌরভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *