স্বর্ণ ভেবে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর ইমিটেশনের দুল ছিনতাই

অনলাইন ডেস্ক :

ফরিদপুরে পিস্তল সদৃশ বস্তু ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তবে জানা গেছে, কানের দুল দুটি মূলত ইমিটেশনের ছিল। পুরো ঘটনাটি ধরা পড়ে পাশে থাকা মুদি দোকানের সিসিটিভি ক্যামেরায়।

ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটলেও বিষয়টি জানাজানি হয় গতকাল সন্ধ্যার দিকে, যখন বিভিন্ন সামাজিক মাধ্যমে সিসিটিভি ফুটেজটি ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ফুটেজে দেখা যায়, ভোর ৬টা ১০ মিনিটে একটি মোটরসাইকেলে করে দুই যুবক আসে। পেছনের যুবকের পরনে সাদা রঙের শার্ট, সামনের জনের কালো রঙের শার্ট, দুজনের মাথায় হেলমেট। পেছনের যুবক প্রথমে গৃহবধূর কানের দুলে টান দেন। এ সময় সামনের যুবক পিস্তল সদৃশ বস্তু বের করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।

যে গৃহবধূর কানের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে তার নাম মঞ্জু রানী দাস (৩৫)। তিনি উত্তর শোভারামপুর এলাকার বাসিন্দা বিষু দাসের স্ত্রী। বিষু দাস একজন মুদি ব্যবসায়ী।

মঞ্জু রানী দাস বলেন, প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে আমার স্বামীর দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলাম। হঠাৎ মোটরসাইকেলে দুজন যুবক আসে। এসেই আমার পাশে দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে— চিৎকার করলে গুলি করে দেব। ভয়ে আমি নিজেই খুলে তাদের হাতে দিয়ে দেই।

ওই গৃহবধূর স্বামী মুদিখানার ব্যবসায়ী বিষু দাস বলেন, আমি অনেক রাতে ঘুমিয়েছিলাম, সকালে উঠতে দেরি হয়। পরে আমাকে ডেকে তোলা হয়। দোকানের সিসিটিভি ফুটেজে দেখি, ভোর ৬টা ১০ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক পিস্তলের ভয় দেখিয়ে আমার স্ত্রীর কানের দুল ছিনিয়ে নেয়। কানের দুল দুটি সোনার ছিল না, ছিল ইমিটেশনের। তারা সোনা ভেবে ছিনতাই করেছে, তাই আমাদের আর্থিক ক্ষতি হয়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে তথ্য পাওয়ার পর আমরা ছিনতাইকারীদের ধরতে অনুসন্ধান টিম পাঠিয়েছি। পুলিশ কাজ করছে। আশা করি দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *