জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই গ্রুপে সংঘর্ষে তরুণ নিহত

অনলাইন ডেস্ক

‎রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে এক তরুণ নিহত হয়েছেন।

‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে ক্যাম্পের ভেতরে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ।

নিহত তরুণ হলেন— জাহিদ হোসেন। তিনি ক্যাম্পের মৃত ইমরানের ছেলে। তিনি কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন।

‎নিহতের ভগ্নিপতি রবিন হোসেন বলেন, জাহিদ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। ভোর ৪টার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে হঠাৎ দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়েন। এসময় একটি ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন জাহিদ। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কাজী রফিক আহমেদ বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। সেখান থেকে একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *