সপ্তাহে ৫ দিন থেরাপি নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন

অনলাইন ডেস্ক :

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। জানা গেছে, সপ্তাহে পাঁচ দিন এই অভিনেতাকে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে।

গত ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। বর্তমানে তিনি অবস্থান করছেন একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায়।

ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম জানান, ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতির জন্য নিয়মিতভাবে চিকিৎসা চলছে। প্রতি সপ্তাহের শনি ও রবিবার ছাড়া বাকি পাঁচ দিন হাসপাতালের থেরাপি সেশনে অংশ নিতে হচ্ছে তাকে।

তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ছয় সপ্তাহের রেডিওথেরাপি শেষ হলে চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

ডিসেম্বরের শেষ দিকে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে আশা করছি।’
গত ২৬ এপ্রিল অভিনেতা ইলিয়াস কাঞ্চন অসুস্থ হয়ে পড়লে লন্ডনে হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি চিকিৎসকের অধীনে নেওয়া হয়। গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *