মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ডে বাংলাদেশের মিথিলা

অনলাইন ডেস্ক ;

‘মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ডে গেলেন মিস ‘ইউনিভার্স বাংলাদেশ-২০২৫’ খ্যাত মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গেল ২৬ নভেম্বর বিকেলে মিথিলা থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক।

আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে বসছে বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের নিয়ে ‘মিস ইউনিভার্স প্রতিযোগিতা।

প্রতিযোগিতার নানা ধাপ পেরোনোর পর আগামী ডিসেম্বর জানা যাবে, কে হচ্ছেন এবারের ‘মিস ইউনিভার্স’। রবিবার বিকালে মিথিলাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথিলাকে বিদায় জানাতে উপস্থিত হোন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় তাদের হাতে দেখা গেছে বাংলাদেশের পতাকা, ফুল ও৷ মিথিলার ছবি সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার।

মিস ইউনিভার্স এবারের আসরে বাংলাদেশ থেকে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবেন মিথিলা।

আগামী ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৭৪তম মিস ইউনিভার্স চূড়ান্ত অনুষ্ঠান (গালা রাউন্ড)। এর আগে প্রত্যেক দেশের প্রতিযোগীকে অংশ নিতে হবে বিভিন্ন রাউন্ডে। প্রতিটি রাউন্ডের পারফরম্যান্স ভালো হলেই তিনি জায়গা করে নিতে পারবেন চূড়ান্ত পর্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *