স্বর্ণের সঙ্গে কমেছে রুপার দামও

অনলাইন ডেস্ক :

দেশের বাজারে এবার স্বর্ণের সঙ্গে রুপার দামও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৩ হাজার ৬৭৪ টাকা কমানো হয়েছে। এ নিয়ে পরপর তিনবার স্বর্ণ ও দুইবার রূপার দাম কমানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

দাম কমানোর ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪ হাজার ২৩৮ টাকা। সোমবার (২৭ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকায় বেচাকেনা হয়েছে।

এর আগে, গত ১৯ অক্টোবর স্বর্ণের দাম বাড়িয়ে রেকর্ড সৃষ্টি করেছিল বাজুস। ওই দিন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এরপর তিনবারে স্বর্ণের দাম কমানো হয়েছে ১৩ হাজার ৯৯ টাকা।

সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ হাজার ২৩৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৮ হাজার ৮৪২ টাকা।

দাম কমেছে রুপার। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *