জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীসংসদ ‘জুগা’র নির্বাচন কমিশন গঠিত

জাবি প্রতিনিধি

নির্বাচনের মাধ্যমে সুস্থ গণতান্ত্রিক চর্চা ও শিক্ষার্থী নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীসংসদ ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল সমিতি’র (জুগা) নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ভূগোল ও পরিবেশ বিভাগের এক অফিস আদেশে বলা হয়েছে, জুগার গঠনতন্ত্রের ১৭ নম্বর ধারা অনুসারে শিক্ষার্থীকল্যাণ উপদেষ্টার প্রস্তাবনার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বিভাগের অধ্যাপক ড. উবাইদুর রহমান সিদ্দিকীকে প্রধান নির্বাচন কমিশনার এবং অধ্যাপক ড. উম্মে সায়কা ও সহযোগী অধ্যাপক এবাদুল্লাহ খানকে নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনকে সকল সাচিবিক সহায়তা প্রদান করার জন্য বিভাগীয় শিক্ষার্থীকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. খন্দকার হাসান মাহমুদকে অনুরোধ করা হয়েছে।

জুগা’র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. উবাইদুর রহমান সিদ্দিকী বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল সমিতির (জুগা) নির্বাচনকে সুস্থ, সুন্দর ও সুচারুভাবে আয়োজনের লক্ষ্যে আমাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চাকে বেগবান করতে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বিভাগের স্নেহাস্পদ শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকদের সহযোগিতা কামনা করছি।”

বিভাগের শিক্ষার্থীকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. খন্দকার হাসান মাহমুদ বলেন, “জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের ভেতর সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্বদানের যোগ্যতা অর্জনের লক্ষ্যে ছাত্রকল্যাণ উপদেষ্টা হিসেবে আমার প্রস্তাবের প্রেক্ষিতে জুগা’র নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আশা করি– কমিশন একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটের আয়োজনের মাধ্যমে বিভাগের যোগ্য শিক্ষার্থী নেতৃত্ব বাছাই করবেন।”

উল্লেখ্য, ২৪’র গণঅভ্যুত্থানের পর উক্ত বিভাগে গণতান্ত্রিক চর্চাকে বেগবান করতে জুগা’র নির্বাচন আয়োজনের দাবি জানান শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় উপরিউক্ত নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *