মেহজাবীন নন, ‘দম’-এর নায়িকা পূজা চেরী

অনলাইন ডেস্ক :

দীর্ঘ প্রায় এক দশক পর নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রেদওয়ান রনি। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য এ সিনেমাটির নাম ‘দম’। আগেই ঘোষণা করা হয়েছে সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দুই তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।

এর পর থেকেই গুঞ্জন ওঠে, সিনেমাটিতে এ দুই তারকার বিপরীতে কে অভিনয় করতে যাচ্ছেন! গত আগস্টেই কালের কণ্ঠ এক প্রতিবেদনে জানিয়েছিল, সিনেমাটির নায়িকা হচ্ছেন পূজা চেরী।

তবে এর মধ্যে এও গুঞ্জন ছড়িয়ে পড়ে, ‘দম’-এর নায়িকা হতে যাচ্ছেন মেহজাবীন চৌধুরী। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই তারকার নাম এসেছে।

‘দম’-এ নিশো-চঞ্চলের নায়িকা হচ্ছেন পূজা চেরী!

তবে অবশেষে নিশ্চিত হওয়া গেছে, মেহজাবীন নন, ‘দম’-এর নায়িকা পূজা চেরী। আর কিছুক্ষণের মধ্যেই আসবে ঘোষণা।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হবে সিনেমাটির মহরত।
আসন্ন ঈদুল ফিতরকে টার্গেট করে নির্মাণ হবে ‘দম’। বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্দান এবং কাজাখস্তানের বিভিন্ন লোকেশনে শুটিং হবে সিনেমাটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *