পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষক দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সরেজমিনে গেলে দেখা যায়, বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পাঠ নিচ্ছে শিক্ষক সংকটের মধ্যেই। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত ঘাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ১৬০ জন এবং কর্মরত শিক্ষক ৬ জন। এর মধ্যে একজন শিক্ষক অসুস্থ থাকায় নিয়মিত স্কুলে আসতে পারছেন না। অন্যদিকে, সহকারী শিক্ষক আব্দুল সামাদ গত এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। হাজিরা খাতায়ও তার কোন স্বাক্ষর নেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষক আব্দুল সামাদ ৮ অক্টোবর থেকে বিদ্যালয়ে আসছেন না। বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি জানিয়ে আমি গত ১৫ অক্টোবর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষই পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোতিষময় রায় বলেন, অভিযোগ পাওয়ার পর প্রাথমিকভাবে ওই শিক্ষকের বেতন বন্ধ করা হয়েছে। তদন্ত শেষে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে অনুপস্থিত শিক্ষক আব্দুল সামাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ে পাঠদানে বড় ধরনের বিঘ্ন ঘটছে। দ্রুত অনুপস্থিত শিক্ষককে বিদ্যালয়ে ফিরিয়ে আনা অথবা বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।













Leave a Reply