সেনা অভিযানে ৩৪টি মদাসহ আটক ৪

অনলাইন ডেস্ক :

ময়মনসিংহের গৌরীপুরে নাশকতা চেষ্টার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩৪টি দেশীয় রামদাসহ ৪ জনকে আটক করেছে।

রোববার (৯ নভেম্বর) পৌর শহরের ইসলামাবাদ এলাকার প্রত্যাশা যুব কল্যাণ সংস্থার কার্যালয় থেকে রামদাসহ তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার পূর্ব কাওরাট গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. শামীম (২৯), মৃত শাহাজান মিয়ার ছেলে মো. মামুন (২৫), পশ্চিম কাউরাট গ্রামের মাজেদ আলীর ছেলে মো. আফাজ এবং পৌর এলাকার রফিক মিয়ার ছেলে মো. হাবিব (১৯)। আটকদের বেলা ১১টার দিকে গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি মো. দিদারুল ইসলাম জানান, আটকদের ৩৪টি ধারাল রামদাসহ বেলা ১১টার দিকে সেনাবাহিনী গৌরীপুর থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *