পর্দায় রোমান্স করার মতো স্বাভাবিক অবস্থায় এখনো ফিরতে পারিনি : বাপ্পী চৌধুরী

অনলাইন ডেস্ক :

গত দশকে চলচ্চিত্রে দারুণ ব্যস্ত ছিলেন বাপ্পী চৌধুরী। করোনার পর আর আগের মতো পাওয়া যায়নি তাকে। সম্প্রতি আমেরিকায় গিয়ে আবার আলোচনায় আসেন ‘ভালোবাসার রং’ ছবির অভিনেতা।

অনেক দিন ধরে নিজেকে আড়ালে রাখছেন তিনি।

জানালেন সময়ের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না।

বাপ্পী বললেন, এখন সবাই সস্তা ভিউয়ের পিছে দৌড়াচ্ছে। অন্যের মাথা বিক্রি করে কনটেন্ট তৈরি করছে। আমি এসবের মধ্যে থাকতে চাই না।এর পরও আমাকে নিয়ে টানাটানি করে। চলচ্চিত্রে এক যুগ পার করেছি। ৩৫টির মতো ছবিতে কাজ করেছি। আগে কখনো এমন পরিস্থিতির শিকার হইনি।ভেবে দেখলাম, যতটা আড়ালে থাকা যায় তত ভালো।

নির্মাতারা নতুন ছবিতে আপনাকে কেন ডাকছেন না, এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, কে বলেছে ডাকছেন না! গত দেড় বছর আমি স্বেচ্ছায় চলচ্চিত্র থেকে দূরে আছি। মা অসুস্থ হওয়ার পর ছয় মাস তাঁর সেবা করেছি, শেষ পর্যন্ত মাকে বাঁচাতে পারিনি। এই শোক এখনো কাটিয়ে উঠতে পারিনি। ক্যামেরার সামনে রোমান্স করার মতো স্বাভাবিক অবস্থায় এখনো আমি ফিরতে পারিনি।

এই মুহূর্তে চারটি ছবির প্রস্তাব আছে। নির্মাতাদের বলেছি, আরো কয়েক মাস সময় লাগবে। তাঁরাও সেই সময় দিতে আপত্তি করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *