রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মনজুরুল হক মানিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মনজুরুল হক মানিক নীলফামারীর ডিমলা উপজেলার সোনাখলি গ্রামের হাবিবর রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ।


কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার মানিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মকবুল হোসেন হত্যাচেষ্টা মামলার আসামি। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গ্রেপ্তার মানিক গণঅভ্যুত্থানের পর আত্নগোপন করে। সম্প্রতি রংপুরে এসে বিভিন্নভাবে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করার চেষ্টা করছেন। গোয়েন্দা তথ্যের আলোকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, যে বা যারাই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিংবা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *