অনলাইন ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা–২ (সদর–দেবহাটা) আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “এদেশের ৮০ শতাংশ মানুষ পিআর চায়, ৮০ শতাংশের বেশি মানুষ জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়।”
তিনি আরও বলেন, গণভোটই জুলাই ‘জুলাই বিপ্লবের’ ভিত্তি। এই ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন বৈধতা পাবে না।
গতকাল সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির নির্বাচন এবং নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “জামায়াতে ইসলামী অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে পাঁচ দফা ঘোষণা করেছে। আমি সরকারের কাছে আহ্বান জানাই—পিআর মেনে নিন, গণভোট দিন এবং তা নভেম্বর মাসেই দিন। এই গণভোটই পরবর্তী জাতীয় নির্বাচনের ভিত্তি তৈরি করবে। তা না হলে পরবর্তীতে হাইকোর্ট–সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের কারণে পুরো নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে।”
তিনি আরও বলেন, এত রক্ত–ত্যাগের পর ভেবেছিলাম আর মিছিল–মিটিং লাগবে না। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি—একই দিনে যে নির্বাচন হবে, তার আগে যদি গণভোটে জনগণের ম্যান্ডেট না নেওয়া হয়, তাহলে জাতীয় নির্বাচনের ভিত্তি কোথায়? দুই আর দুই চার—এটা যেমন সহজ অংক, ঠিক তেমন সহজভাবে গণভোটের প্রয়োজনীয়তাও বোঝার কথা। কিন্তু দুঃখের বিষয়, প্রধান উপদেষ্টা মহোদয় বা উপদেষ্টামণ্ডলী কেউই তা বুঝতে পারছেন না। বিএনপির বন্ধুরাও বলছেন, তারা এটা বোঝেন না।
সমাবেশে আরও বক্তব্য দেন— জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী, মাওলানা ওসমান গনি, মাওলানা আব্দুল বারী, মাওলানা রুহুল আমিন প্রমুখ।













Leave a Reply