মুস্তাফিজকে রেখে সতীর্থদের ছাঁটাই—যাদের বাদ দিল দিল্লি ক্যাপিটালস

অনলাইন ডেস্ক

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। সেবার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি ক্রিকেটার হিসেবে দিল্লির সঙ্গে চুক্তি করেছিলেন মুস্তাফিজ। ফলে সেই আসর শেষেই দিল্লির সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে এই বাংলাদেশি পেসারের।

আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া এই নিলামের আগে আজ (১৫ নভেম্বর) ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই
আইপিএল : রাসেলসহ যাদের ছেড়ে দিলো কলকাতা, ধরে রাখাদের তালিকায় যারা আছেন
১৩ কোটির পাথিরানাকে ছেড়েই দিলো চেন্নাই!

মিনি নিলামের আগে ফাফ ডু প্লেসিস, জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ও সেদিকুল্লাহ অটলকে ছেড়ে দিয়েছে দিল্লি। গুঞ্জন ছিল, থাঙ্গারাসু নাটারাজনকে ছেড়ে দেবে তারা, তবে শেষ পর্যন্ত এই পেসারের ওপর ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মিনি নিলামে মোট ২১ কোটি ৮০ লাখ ভারতীয় রুপি নিয়ে বসবে চেন্নাই।

দিল্লি ক্যাপিটালসের রিটেইন তালিকা—

অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, কারুন নায়ার, অভিষেক পোরেল, ট্রিস্টিয়ান স্টাবস, সামির রিজভী, আশুতোষ শর্মা, অজয় মণ্ডল, ত্রিপুরানা বিজয়, মাধব তিওয়ারি, মিচেল স্টার্ক, থাঙ্গারাসু নাটারাজন, মানভান্থ কুমার, দুশমন্থ চামিরা, কুলদীপ যাদব, নীতিশ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *