দুবাই এয়ার শোতে অংশ নিতে ঢাকা ছাড়লেন বিমান বাহিনী প্রধান

 অনলাইন ডেস্ক :

পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

শনিবার (১৫ নভেম্বর) সকালে তিনি আমিরাতের বিমান বাহিনী ও এয়ার ডিফেন্স কমান্ডারের আমন্ত্রণে ঢাকা ত্যাগ করেন। বিষয়টি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।

জানা গেছে, ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত এ সফরে তিনি দুবাইয়ে অনুষ্ঠিতব্য Dubai International Air Chiefs’ Conference (DIACC) 2025 এবং Dubai Air Show 2025-এ অংশ নেবেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন পেশাগত বিষয়ে আলোচনা ও মতবিনিময় হওয়ার কথা রয়েছে।

আইএসপিআর জানায়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি দুই দেশের বিমান বাহিনীর পেশাগত সহযোগিতা ও প্রযুক্তিগত আদান–প্রদান আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

সরকারি এ সফর শেষে বিমান বাহিনী প্রধান আগামী ২০ নভেম্বর দেশে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *