নিজস্ব প্রতিবেদক:
বালু মহালে চাঁদা দাবীর ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র পদ থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যহতি প্রদান করা হয়েছে। সেই সাথে চাঁদাবাজির ঘটনায় নাহিদ হাসানের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ব্যবসায়ী।
আজ রোববার দুপুরে এ ঘটনায় রংপুরের গংগাচড়া মডেল থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে আসামি করে মামলা দায়ের করেন আতিকুল ইসলাম ভূঁইয়া।
শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টায় সংগঠনের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র পদ থেকে নাহিদ হাসান খন্দকারকে অব্যহতি প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
এতে রংপুর নগরীর গ্রীন সিটি ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের কথোকথন শোনা যায়। এতে নাহিদকে বলতে শোনা যায়।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে বালু মহাল থেকে চাঁদা দাবীর অভিযোগ উঠে। গত ২৮ ফেব্রুয়ারী এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়।













Leave a Reply