আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় আনন্দ শোভাযাত্রা

রংপুরের কৃতি সন্তান আখতার হোসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব নির্বাচিত হওয়ায় সোমবার দুপুরে রংপুর নগরীতে আনন্দ শেভাযাত্রা বের করে নাগরিক পার্টির নেতাকর্মীরা। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।
এর আগে রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে জাতীয় নাগরিক কমিটির নেতা কর্মীরা রংপুর জিলা স্কুল মাঠে সমবেত হয় । সেখানে থেকে তারা নগরীতে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সংগঠক প্রকৌশলী রেজওয়ার শেখ, এস এম সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আগামী সংসদ নির্বাচনে আখতার হোসেনকে রংপুর ৪ আসন (পীরগাছা – কাউনিয়া) প্রার্থী হিসেবে জনগন দেখতে চায়। আখতার নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন হবে। বহিরাগতরা এসে এই আসনে নির্বাচন করছে। তারা এখানে কিছুই করে নাই। এলাকার জনগন আর বহিরাগত কাউকেই দেখতে চায়না। তাকে জয়ী করে রংপুরের  উন্নয়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *