রংপুরে হত্যার দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদন্ড

পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদন্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা এই রায় দেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে আসামী শহিদুলের সাথে খোরশেদ আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
 এ ঘটনার জের ধরে ২০২০ সালের ২০ মার্চ রাতে আসামী শহিদুল ইসলাম, রাসেল মিয়া, ইউনুস আলী ও মামুন মিয়া খোরশেদ আলমকে কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রী করেছের কাছে ডেকে নিয়ে যায়। এর পর আসামীরা খোরশেদকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ আমগাছে ঝুলিয়ে রাখে।
এ ঘটনায় খোরশেদ আলমের মা  খোতেজা বেগম বাদী হয়ে ২১ মার্চ কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। স্বাক্ষীদের সাক্ষ গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন।
রাষ্ট্রের আইন কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, আমরা ন্যায় বিচার পেয়েছি। আসামী পক্ষের আইনজীবী আব্দুর রশীদ চৌধুরী জানান, আমরা ন্যায় বিচার পাইনি। রায়ের পক্ষে উচ্চ আদালতে আপীল করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *