নিজস্ব প্রতিবেদক:
রংপুরের মিঠাপুকুরে আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য আশিকুর রহমান ছেলে রাশেক রহমানসহ ২শ ২৪ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী জামায়াতের নায়েবী আমীর আল্লাহমা দেলোয়ার হোসেন সাইদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে সারা দেশে হরতাল কর্মসূচি পালন করে জামায়াত-শিবির। এ সময় মিঠাপুকুরে মিছিল বের করলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে ৭ জামায়াত-শিবির কর্মী নিহত হয়। ছেলে আশিকুর রহমান নিহত হওয়ার ১১ বছর পর বাবা জামায়াত নেতা আফতাব উদ্দিন এই মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী জামায়াতের নায়েবী আমীর মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির সাজা হয়। এই সাজার বিরুদ্ধে জামায়াত-শিবির দেশব্যপী হরতাল কর্মসূচি পালন করে। এই কর্মসূচি পালনকালে রংপুরের মিঠাপুকুরে পুলিশ ও বিডিআর এর সাথে জামায়াত-শিবিরের মিছিলে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলেই ৭জন নিহত হন। এদের মধ্যে নিহত আশিকুর রহমানের বাবা মিঠাপুকুরের ইমাদপুর মহুরী পাড়া গ্রামের বাসিন্দা আফতাব উদ্দিন তার ছেলে হত্যার অবিযোগে এই মামলা দায়ের করেন। মামলাটি মিঠাপুকুর থানায় রেকর্ডভূক্ত করে পুলিশ তা বিচারের জন্য রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠান।













Leave a Reply