রংপুরে চাঁদাবাজীর মামলায় অমিত বণিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা থেকে আওয়ামী লীগের এক নেত্রীকে নাম বাদ দেওয়ার জন্য পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়েছেন রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিক। অমিত নিজেকে আওয়ামী লীগের নেতা বলে পরিচয় দিতেন।


 অন্যদিকে এ ঘটনায় থানায় বাদীকে মারধর এবং গুলি করার চেস্টার অভিযোগে সাধারণ ডায়েরি করেছে পুলিশ।  শুক্রবার সকালে অমিত বণিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  


রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়  রংপুর নগরীর নিউ সেনপাড়া এলাকার আওয়ামী লীগ নেত্রী লিপি ভরসাকে। রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ব্যবসায়ী অমিত বণিক নিজেকে পুলিশের সঙ্গে সখ্যতা আছে উল্লেখ করে তাকে সেই মামলা থেকে অব্যাহতির দেওয়ার নাম কথা বলে লিপি ভরসার কাছ থেকে ১০ লাখ টাকা দাবী করেন। এ সংক্রান্ত একটি অডিও কল ভাইরাল হয়।


এঘটনায় লিপি ভরসার ম্যানেজার পলাশ হাসান বাদী হয়ে অমিত বণিকের নামে  গত বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। সেই মামলায় ওই দিন বিকেলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।


এ ঘটনা নিয়ে কোতোয়ালি থানায় বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত ঘটে নানান ঘটনা। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে বাদীকে মারধর এবং কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে গুলি করার চেষ্টা এবং একজন পরিদর্শক পদবির কর্মকর্তার ওপর গয়ে হাততোলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণভাবে ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি জিডি করেছে পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশের হেডকোয়ার্টার্সে প্রতিবেদনও জমা পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।


পুলিশের হেডকোয়ার্টার্স সূত্র জানিয়েছে, রংপুরে হিন্দু জাগরণ মঞ্চের মিছিল থেকে জাহাজ কোম্পানি মোড়ে হামলায় গুরুতর আহত রংপুরের জিয়া মঞ্চের নেতা লুসার আহমেদ । এঘটনায় লুসার বাদী হয়ে ব্যবসায়ী অমিত বণিককে আসামি করে মামলা দিলে ওই কর্মকর্তা নিজে থানায় উপস্থিত হয়ে তার নাম কেটে দেন।
 এ সময় একজন বিএনপি নেতা নাম কাটার বিরোধিতা করলে উল্টো ওই নেতাকেই মামলা দিয়ে জেলে ঢুকানোর জন্য ওসিকেও নির্দেশ দিয়েছিলেন তিনি। ওই কর্মকর্তার বিরুদ্ধে রাঙ্গামাটির সার্কেল এসপি থাকাকালীন সময়ে সেই সময়কার পুলিশ সুপারকে (এসপি) থাপ্পড় মারার অভিযোগে বিভাগীয় প্রসেডিং হয়েছিল। এছাড়া একজন ডিআইজির সঙ্গেও অপেশাদার আচরণের কারণে প্রসেডিং হয়েছিল। বিগত সরকারের আমলে সুসম্পর্কের জেরে ওই দুটি প্রসেডিং উৎরাতেও সক্ষম হন তিনি এবং বিষয়টি জোড় গলায় বলে বেড়ান।


এ ব্যাপারে রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ, অতিরিক্ত দায়িত্ব)  মো. হাবিবুর রহমান জানান, থানায় বাদীকে মারধর, গুলি করার চেস্টার বিষয়ে একটি জিডি করা হয়েছে এবং বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হয়েছে। সেখান থেকে যে নির্দেশনা আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  
এরই মধ্যে বৃহস্পতিবার এক আদেশে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সারকে প্রত্যাহার করে উপ-পুলিশ কমিশনার (ডিবি) পদে বদলি করা হয়েছে।  


রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, লিপিখান ভরসা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি। সেই আসামিকে মামলা থেকে বাদ দেওয়া এবং তাকে সুরক্ষা দেওয়ার কথা বলে পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন ব্যবসায়ী অমিত বণিক। এ বিষয়ে অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই অমিত বণিকের নামে চাঁদাবাজির মামলা হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  


তিনি জানান, অমিত বণিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অর্থ জোগান দেওয়া এবং আন্দোলন দমাতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার অভিযোগও আছে। এছাড়া মানি লন্ডারিং ও অবৈধ অর্থ লেনদেনেরও অভিযোগ আছে। এ বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে।  


মজিদ আলী আরও জানান, লিপিখান ভরসা অবৈধ সুবিধা নেওয়ার জন্য যোগসাজশ করেছে। সে কারণেও তাকে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *