অমিত বণিক দুই দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামী লিপি খান ভরসাকে মামলা থেকে বাঁচাতে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (অপরাধ) শিবলী কায়সারের পক্ষে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য  অমিত বনিককে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।  সোমবার দুপুরে  রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ আদেশ দেন।
দুপুরে গোপনীয়তার মধ্যে দিয়ে আসামীকে আদালতে তোলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. মাহফুজার রহমান জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের  রিমান্ড আবেদন করেন। এ সময় রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান আসামীপক্ষের আইনজীবীরা। কিন্ত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। অমিত বণিক রংপুর মেট্রোপলিটন চেম্বারের একজন পরিচালক।
এর আগে গত ১৩ মার্চ ঘুষ দাবির অভিযোগে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার শিবলী কায়সার, ব্যবসায়ী অমিত বনিক ও কামরুল ভরসার নামে মামলা করতে রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনিতীবিদ সাবেক সংসদ সদস্য প্রয়াত করিম উদ্দিন ভরসার পুত্রবধু লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে মহানগর কোতোয়ালি থানায় পাঠান।
এসময় উপকমিশনার শিবলী কায়সার থানায় পালাশকে বেধড়ক পেটান। একপর্যায়ে তাকে গুলি করতে একজন কনস্টেবলের অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করেন। পরে চাঁদাবাজির মামলায় আসামী করা হয় অমিত বণিককে। একইদিনে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় উপকমিশনার শিবলী কায়সারকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত রোববার হত্যাচেষ্টা মামলার আসামি ও পুলিশের উপ-কমিশনার শিবলী কায়সারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকারী লিপি খান ভরসাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয়। পরে রাতে তাকে রংপুরের আদালতে তাকে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির ঘনিষ্ট হিসেবে পরিচিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে প্রার্থীতার জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন তিনি।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ মামলায় উচ্চতর তদন্তের জন্য আসামীর রিমান্ড আবেদন চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *