নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ৬.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের উপকূলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) স্থানীয় সময় দুপুর ২:৪৩ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পটি দক্ষিণ দ্বীপের ইনভারকারগিল, গোর, তে আনাউ, ক্রমওয়েল, কুইনস্টাউন এবং ডুনেডিনসহ বিভিন্ন স্থানে অনুভূত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সম্ভাব্য সুনামি ঝুঁকি মূল্যায়ন করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, সাউথল্যান্ড ও ফিয়র্ডল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের সমুদ্র সৈকত ও সামুদ্রিক এলাকাগুলো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত বিপজ্জনক হতে পারে।

সরকারি সিসমিক মনিটর জিওনেট জানিয়েছে, প্রায় ৫ হাজার মানুষ ভূমিকম্পটি অনুভব করেছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, কাঁপুনির ফলে বিভিন্ন স্থানে জিনিসপত্র পড়ে গেছে এবং ভবনগুলো দুলতে দেখা গেছে। ​

জিওনেটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ৩৩ কিলোমিটার গভীরতায় স্নেয়ার্স দ্বীপপুঞ্জের উত্তর-পশ্চিমে প্রায় ১৬০ কিলোমিটার দূরে সংঘটিত হয়। ​ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৭.০ নির্ধারণ করলেও পরে তা ৬.৭-এ হ্রাস করে এবং গভীরতা প্রায় ১০ কিলোমিটার বলে জানায়।

অস্ট্রেলিয়ার জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ বা অঞ্চলগুলোর জন্য কোনও সুনামি হুমকি নেই।

এনইএমএ জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ​

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *