১৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রি

অনলাইন ডেক্স

সার্ভার জটিলতায় ১৫ ঘণ্টা বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রি। সংস্কার কাজের জন্য সার্ভার জটিলতা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কতৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ পরিস্থিতি ছিল।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সান্টিং পাওয়ারের সমস্যার কারণে শিডিউল বিপর্যয়ে পড়েছে বেশ কয়েকটি ট্রেন। এতে যাত্রীদের পোহাতে হয় চরম ভোগান্তি।

লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর ছাড়ার সময় ছিল সকাল ৮টা ৩০ মিনিট। অথচ ট্রেনটি স্টেশনে আসে বেলা ১১টার দিকে। যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। দেড় ঘণ্টা দেরিতে ছেড়েছে রংপুর এক্সপ্রেস। শিডিউল বিপর্যয়ে পড়েছে জয়ন্তীকা, কিশোরগঞ্জ এক্সপ্রেসসহ বেশকয়েকটি ট্রেন।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টা পর্যন্ত বন্ধ ছিল ট্রেনের টিকিট বিক্রির সার্ভার। এ সময় টিকিট কাটতে না পেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা। আর শিডিউল বিপর্যয়ের পেছনে সান্টিং পাওয়ারের সমস্যর কথা বলছে রেল কতৃপক্ষ।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার শাহাদাত হোসেন এসব বিষয় নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার পথে অতিরিক্ত ভিড়ের শঙ্কায় ছুটি একদিন হাতে রেখেই ফিরছেন বেশিরভাগ যাত্রী। তবে এবারের ঈদ যাত্রা নিয়ে স্বস্তি ছিল সবার চোখেমুখে। ফিরতিযাত্রা নিয়েও ছিল না তেমন অভিযোগ।

শুক্রবার সারাদিন আন্তনগর ও কমিউটার মিলে প্রায় ৭০ জোড়া ট্রেন যাতায়াত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *