ব্রেকআপের পর ফের প্রেমে পড়লে মাথায় রাখতে হবে যে ৩ বিষয়

লাইফস্টাইল ডেস্ক

বিচ্ছেদের পর ফের সম্পর্কে জড়ানো সহজ নয়। পুরনো স্মৃতি ভুলে নতুন করে শুরু করতে ভয় পান অনেকেই। মনে নানা ভয়-ভাবনা কাজ করে। তবে অতীত আঁকড়ে বসে থেকেও লাভ নেই। সম্পর্ক ভাঙার পর কাউকে ভালোলাগলে, জোর করে অনুভূতিকে গলা টিপে মারা ঠিক হবে না। বরং নতুন সম্পর্ক যাতে স্থায়ী হয়, তার জন্য কিছু বিষয় মাথায় রাখুন।

১) প্রথম সম্পর্কে কি খুব বেশি তাড়াহুড়ো করে ফেলেছিলেন? তা হলে দ্বিতীয় সম্পর্কের ক্ষেত্রে সেই একই ভুল করবেন না। সাবধানে এবং সতর্ক থেকে এগোনো জরুরি। সঙ্গীকে প্রথমে ভালো করে চিনুন। তার পরে সম্পর্কের গভীরে প্রবেশ করবেন।

২) সম্পর্কে স্বচ্ছতা ভীষণ জরুরি। এই জিনিসটা না থাকলে যেকোনও সম্পর্ক ভেঙে যেতে পারে। সঙ্গী কী ভাববেন, তাঁর প্রতিক্রিয়া কেমন হবে, এসব ভাবনাচিন্তা করে অনেকেই কিছু কিছু বিষয় লুকিয়ে যান। এটা করলে আদতে হিতে বিপরীত হয়। যদি সত্যিই পরস্পরের প্রতি ভালোবাসা এবং বন্ধুত্ব থাকে, তা হলে অস্বচ্ছতার জায়গা থাকার কথা নয়।

৩) সম্পর্কের যেমন যত্ন প্রয়োজন, তেমনই সঙ্গীকেও আগলে রাখা জরুরি। একে-অন্যের অনুভূতি, পছন্দ-অপছন্দ সমান ভাবে গুরুত্ব পাওয়া জরুরি। সম্পর্কের সমীকরণও জোরদার হয় পারস্পরিক সম্মান বজায় থাকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *