এ আর রাহমানকে ২ কোটি রুপি দেওয়ার নির্দেশ

অনলাইন ডেক্স

আইনি জটিলতায় এ আর রাহমান। গতকাল কপিরাইট মামলায় অস্কারজয়ী সংগীত পরিচালকের প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজকে দুই কোটি রুপি জামানত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। খবর বলিউড হাঙ্গামার

ঘটনার সূত্রপাত ২০২৩ সালে মুক্তি পাওয়া মণিরত্নমের সিনেমা ‘পোন্নিয়িন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’ নিয়ে। অভিযোগ ওঠে, এ আর রাহমানের সুর করা গানটি আগের অন্য একটি গানের সুর থেকে নেওয়া হয়েছে।

২০২৩ সালে কপিরাইট আইনে এ আর রাহমানের বিরুদ্ধে মামলা করেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী ফাইয়াজ ওয়াসিফুদ্দিন দাগার।

তিনি অভিযোগ করেন, ‘বীরা রাজা বীরা’ গানটি তাঁর বাবা নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও চাচা জাহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিবা স্তুতি’ গানের সুর থেকে নেওয়া। তিনি আরও জানেন, ‘শিবা স্তুতি’ অতিপরিচিত গান; কারণ, দাগার পরিবারের সদস্যরা বিশ্বজুড়েই এটি গেয়ে থাকেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাহমান। আইনজীবীর মাধ্যমে তিনি জানান, ‘শিবা স্তুতি’ একটি সাবেকি ধরনের কম্পোজিশন অন্যদিকে ‘বীরা রাজা বীরা’ গানটি মৌলিক সুরে তৈরি হয়েছে। এটি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ঘরানার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের কম্পোজিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *